• titeersha 5w

  যদি বুঝতাম সেই দেখাই শেষ দেখা ছিল,
  তবে মন ভরে আরও ভালো করে তোমার মুখটার দিকে তাকিয়ে আমার আবেগভরা চোখে তোমায় বদ্ধ করতাম!

  যদি বুঝতাম সেই আলিঙ্গনটা তোমার শেষ স্পর্শ ছিল,
  তবে আলিঙ্গনের মেয়াদ আরও দীর্ঘ হতো, আমার পাঁজরেরও গভীরে যে তুমিহীনতার ব্যাথা আমায় কষ্ট দেয় সেই ব্যাথার কান্নায় তোমার শার্ট ভেজাতাম।।

  ❣️
  ©titeersha