• i_am_rajat 33w

  রক্ত মেখে সিরিয়াতে আজ বসন্ত এসেছে,
  তুমি থাকো R.B.U আর নন্দনে,
  ওদের আল্লাহ্ আছে।
  তোমার আবিরে রাঙা ছবি আজ
  প্রচুর লাইক কুড়িয়েছে,
  ওদের কান্না কি শুনতে পাও?
  নাকি বসন্তের হুল্লোড়ে সেটাও হারিয়েছে?

  ©i_am_rajat