• jarin_subha 16w

  তখন অনেক রাত

  রাস্তাবাতি জ্বলছে তবু
  ঝিমিয়ে কেনো রাতের আলো।
  আছি আমি একলা বসে
  আকাশ আমার দারুণ কালো।
  বাধ সেধেছে রাত প্রহরী
  থেকে থেকে বাশির সুরে
  তামাক পুড়ে ধোয়ায় ভাসি
  নেশা আমার শরীর জুড়ে।
  তুমিতো দিব্যি ঘুমে স্বপ্ন দেখো
  আমায় এই আধার ঘরে একলা ফেলে।
  যখনই উঠবে জেগে নতুন ভোরে
  তখনো আমার ঠোটে আগুন জ্বলে।
  ©iamthepoet