• nijhumraat 5w

  যে ছন্দেই যাই তাতেই তোমার মিল পাই,
  মনে হয় এইতো আমার গল্প।
  হঠাৎ সেই ছন্দপতন, হঠাৎ সেই খেয়াল হারায় যখন,
  উপলব্ধি হয় তখন আমার সময় যে অল্প ভীষণ।
  না! ওটা নয় আমার গল্প,
  তোমার সাথে কাটানো সময় যে বড় অল্প।
  #নিঝুম_রাত
  ©nijhumraat