• the_mystic_enchantress 5w

    অপলকে দেখছিলাম ওকে। অন্ধকার। চারিদিকে কালো তরল জমাট বেঁধেছে। খোলা জানলা দিয়ে খালি চাঁদের আলো আসছিল ভেতরে। একদম ওর মুখের উপর। জানলার বাইরে বাগানের বিশাল বড় গাছটা নরম হাওয়ায় ঢিমেতালে মাথা দোলাচ্ছে। আর সেই নরম সাদা আলোয় ওর মুখটা ঠিক ধ্রুবতারার মতো দেখাচ্ছে। ওর খোলা চুলের গন্ধে নেশা লেগে যায়। কোনো দূরসমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজকে যেমন পথ দেখায় আলোকবর্তিকা,তেমনই ওর এই আলোয় ভেজা চোখে আমি রোজ হারাই।আজো তার ব্যতিক্রম হয়নি। বাইরের গাছের ছায়া ওর মুখে একটা অদ্ভুত সুন্দর ছবি এঁকে দিচ্ছে। হা করে দেখছি আমি। নিষ্পলকভাবে। হঠাৎই ঘরের আলোটা জ্বলে উঠলো। আর চাঁদের আলো আধুনিক শহুরে জীবনে হারিয়ে গেল।

    ©the_mystic_enchantress