• the_last_desire 15w

    //স্মৃতি

    বৃষ্টিভেজা শেষ রাতের শহর টা বড় আপন,আজও পুরোনো কলকাতার একলা দুপুরগুলো মায়াভরা,বাতাসে মিশে থাকা সদ্য বাদলের সোঁদা গন্ধে আজও কেমন নেশা লাগে, আজও পড়ন্ত বিকেলে গলির আনাচ-কানাচ গুলো ভালোবাসা খোঁজে,কোন্ সে দূর থেকে ভেসে আসে নিকোটিনের পোড়া গন্ধ,ব্যর্থ প্রেমের গল্পে ভরা গঙ্গার পাড় আজও অপেক্ষায়..নতুন কোনো শুরুর জন্য,আজও অস্পষ্ট গ্রামেফোনের সুরে মন হারায়,অজান্তেই কোনো এক দমকা হাওয়ায় ধুলোপড়া স্মৃতি স্বচ্ছ হয়ে যায়,আর জানান দিয়ে যায় শেষ না হওয়া গল্পের শেষটার.....

    ©Srija