Grid View
List View
 • niramitra 25w

  সুন্দর গৃহ শোভা বাড়িয়ে
  হাসিমুখে গৃহরাণী দাঁড়িয়ে...

 • niramitra 51w

  বয়স বয়স করছো কেনো
  বয়স শুধু সংখ্যা জেনো
  মনের বয়স না যেন বাড়ে
  সেই দিকে তে খেয়াল রেখো,
  প্রতিবছর জন্মদিনে
  কবি সত্তার প্রকাশ ঘটে,
  জন্মদিনের শুভ ক্ষণে
  এমন কবি একজনই অাছে...
  তাইতো বলি
  জন্মদিনের অানন্দ
  মাতো নিজ ছন্দে
  অামার শুভেচ্ছা
  থাকলো সংগে...

 • niramitra 52w

  জীবনের খেলাঘর
  স্মৃতি গুলো ইতিহাস
  বুকভরা ব্যাথা নিয়ে
  এগিয়ে চলে বর্তমান....

 • niramitra 52w

  হাসিখুশি প্রেমে তে
  ভরে থাক দুটিতে
  কভু রাগ কভু মান
  প্রেম থাক অনিবার
  দুটি মন দুটি প্রাণ
  চিরদিন
  এক থাক
  অাজকের শুভ দিনে
  এই হোক প্রার্থনা.... নীরা

 • niramitra 54w

  জন্মদিনের অাবেশে ভরে
  হলই না হয় একদিন দেরী তে,
  শুভেচ্ছা অার ভালবাসায়
  ভরলি তুই কানায় কানায়,
  শুভেচ্ছার ডালি পূর্ণ হোক
  শুভ কামনা উঠলে উঠুক,
  তোর অামার বন্ধুত্ব
  এমনি করে চলতে থাকুক...
  নীরা

 • niramitra 55w

  যারা কাছে অাছে
  তারা কাছে থাক
  তারাতো পারেনা জানিতে,
  তাহাদের থেকে তুমিকাছে অাছো
  অামার হৃদয় খানিতে...
  রবীন্দ্রনাথ ঠাকুর

 • niramitra 55w

  যারা কাছে অাছে
  তারা কাছে থাক
  তারাতো পারেনা জানিতে,
  তাহাদের থেকে তুমিকাছে অাছো
  অামার হৃদয় খানিতে...
  রবীন্দ্রনাথ ঠাকুর

 • niramitra 55w

  বয়স বয়স করছো কেনো
  বয়স শুধু সংখ্যা জেনো
  মনে খুশির মালা গাঁথো
  হোক সব অানন্দ

  জীবনের প্রতি ধাপে
  গান অার কবিতাতে
  ভালোবাসার হোক
  নব জন্ম

  অাজ এই শুভ দিনে
  তুমি থাকো খুশি মনে
  পৃথিবীর মাঝে গড়ো
  অাপনার স্বর্গ...নীরা

 • niramitra 55w

  শুভেচ্ছা অার শুভ কামনায়
  ভরলো যখন জীবন তরী,
  ভালো অামি থাকবোইতো
  হলফ করে বলতে পারি....
  এ জীবনে চাওয়া পাওয়ার
  হিসেবের অংকটা,
  মেলে না তো কিছুতেই
  গোল বাধে সবেতেই....
  কি পেয়েছি অার কি পাইনি
  ভাবিনি তো কোন দিন,
  এ জীবনে যা পেয়েছি
  খুশি অামি চির দিন... নীরা

 • niramitra 55w

  তুমি না থাকলে সকালটা
  এত সুন্দর হতো না,
  তুমি না থাকলে ক্লান্তি টা
  এত সহজে যেত না,
  তুমি না থাকলে ঠান্ডা টা
  যেকরে দিতো কাবু,
  তুমি না থাকলে বৃষ্টির দিনে
  অাড্ডা টা জমতো না,
  তুমি না থাকলে তর্কবাগীসের
  তর্ক টা যেত থেমে,
  তুমি না থাকলে গড়ের মাঠে
  প্রেমটাই হতো মিছে,
  তুমি না থাকলে জীবনটাই
  হয়ে যেতো জলো..নীরা