• samiransaha 22w

  #কবিতা

  কাজের চাপে ব্যস্ত ভীষণ,
  কবিতারা হাসফাঁস করে;
  মনের ঘরে আটকে তারা,
  একাকী আজ গুমরে মরে।

  প্রতিষেধক 'একটু সময়',
  দিতে তাদের ইচ্ছে জাগে;
  মন খারাপের দিনলিপিতে,
  তারও যে আজ সঙ্গী লাগে।
  ©samiransaha