• arghyanildey 23w

  কবিতা এক অভ্যাস
  যা ইচ্ছা ও আবেগে উদ্ধত,
  কবিতা এক চেতনা
  যা যুক্তিতে বড়ো সঙ্গত।

  কবিতা সেই গল্প
  যার শেষে শুরু হয় লেখা,
  কবিতা সেই আলাপ
  আর নিজেকে নিজের দেখা।

  অর্ঘ্যনীল