• subhaskarmakar 19w

    দ্যাখো বন্ধু আমি জানি তুমি সাঁতার পারো না তাই তুমি নদীতে নামতে ভয় পাচ্ছো কিন্তু এই নদীতে একবার নেমে দেখো তোমার এই বন্ধু তোমাকে সাতার
    শিখিয়ে দেবে হালকা জলে একবার নেমে দেখো ভয় পেলে উঠে এসো । আর ডুবার মতো পরিস্থিতি হলে তাহলে শুনে নেও তোমার এই বন্ধু ডুবে যাবে কিন্তু তোমাকে ডুবতে দেবো না,
    আমার কথায় নদীকে আমি ভালোবাসায় তুলনা করেছি । জানি না ভালো লেখেছি না খারাপ তবে এটা আমার মনের কথা ।


    Dedicated to Someone special