• cacophony 23w

    আমার শহর এখন জানলার ওপাশে দাঁড়িয়ে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে। রিকশার মাথায় প্লাস্টিকের ছাদ, কিছু কালো ছাতায় মুখ ঢেকে যাওয়া লোক যারা এর আগেও কোনোদিন মুখ দেখায়নি আমায়। আমার শহর দেখা জানলায় এখনো অল্প অল্প জল। হালকা বৃষ্টির আলতো জল মুখেও লেগেছে খানিকটা। এই বৃষ্টিতে একটা আস্ত কবিতা রাস্তার অল্প জমা জল পেরোনো লোকগুলোর গা ঘেষে ছাতার তলায় চলছে। সেও বৃষ্টিকে ভালোবাসেনা আর। আমার ভালোলাগা তবু বোধহয় থেকে গেছে কোথাও। এসব দেখতে দেখতে। শুধু তাকে মনে পড়ানোর জন্য কষ্ট করতে হয় বৃষ্টি ছুঁয়ে।
    ©cacophony