• sara143 10w

  রঙিনের থেকে সাদাকালো
  মাঝে মাঝে কথা বলে বেশি
  সাদা মানে তো রঙবিহীন নয়
  সাদা মানে তো সাতটা রঙের সমাহার।

  সাদা আকাশে কালো মেঘের ঘনঘটা
  তার পর এক চিলতে বৃষ্টি
  আর তার পর রামধনুর ছটা
  আর প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া।

  তুমি বল বেশি ভালো সাতরঙের বাহার
  আমি বলি আরো ভালো আমার সাদাকালো
  ©sara143