• kuch_kahaniya 23w

  Playlist

  - সারাটাদিন কানে ওই হেডফোন আর তীব্র আওয়াজে গান বেজেই চলছে ||
  কান দুটো খারাপ হয় যাবে ||

  -কি মধু আছে হ্যাঁ??

  ~ `Playlist´ ভর্তি অসংখ গানের বাহার আর সেই গানের তালে ভেসে আসা প্রতিটি অক্ষর এক অবচেতনার কাহিনী রূপান্তরিত করে যা মুখে বলে বোঝানো অস্বম্ভব ||
  আমায় জানতে চাও তো আমার `Playlist´ ঘেটে দেখো হাজারো প্রশ্নের উত্তর, অসংখ দুঃখের নিবারণ ও আমার স্তব্ধতার প্রকাশ ||
  ©by_abhik