• illuminatingankit 30w

  ভগবান ও মুরগী

  -"ভগবান তোমার মঙ্গল করুক"
  -কোন ভগবান... হিন্দুদের ভগবান না খৃষ্টানদের ভগবান না মুসলিম দের ভগবান??
  -কিসব বলছো...ভগবানের আবার জাতিভেদ আছে নাকি?
  -আছে আছে...মানুষের যখন জাতিভেদ আছে তখন ভগবানের না থাকাটাও কি আশ্চর্যের নয়...এই যেমন...হিন্দুদের ভগবান আল্লার ঘরে যাবেনা কারণ আল্লার শিষ্যরা গরু মানে ওই যাদের হিন্দুরা মা বলে থাকে তাদের ভক্ষণ করেন..কিন্তু খৃষ্টানদের ঘরে যাবেন 25 ডিসেম্বর ওনার জন্মদিনে কেক খাবেন এবং সেলফি নেবেন
  -তাহলে কি হিন্দু আর মুসলিমদের ভগবানের মধ্যে সব প্রবলেমের সূত্রপাত ওই গরুকে নিয়ে??
  -হ্যা ওই আর কি...
  -কিন্তু গরুর ছেলে তো বাছুর...তাহলে কি হিন্দুরা বাছুর?আর যা জানি বাছুর তো ঘাস খায়...আমাদের তো খায় না
  -মানুষ বড়ই অদ্ভুত...কি ওদের বেদ না কোন বইতে লেখা আছে গরু ওদের মা...তারথেকে আমরা ধর্মনিরপেক্ষ হয়েই ভালো আছি....
  -হ্যা তা ঠিক..আমাদের সবাই খায়...খালি বৌদ্ধ আর জৈন বাদে
  -আর সবাই খাবেও...একে তো আমাদের ডিমগুলো নিয়ে নেয়...আবার আমাদের দাম বাড়লে হাহুতাশ করে...ওরে বাবা..প্রতিদিন 5-6তা করে ডিম খেলে আমরা বাচ্চা দেব কোথা থেকে?
  -ওই যে এসে গেছে...170টাকা কেজি চাইছে...যাই আসি...
  -হ্যা এসো...আর আমার এই জ্ঞান গুলো এদের পেটে চালান করে দিও...