• litisha 22w

    নীলচে ছাতায়,বই বা খাতায়,
    চায়ের কাপে বর্ষা থামে,
    ভেজা ধুলোয়,শুকনো চুলোয়,
    মেঘ কিনেছি জলের দামে।