• sadekur 23w

  ক্রিকেট সমাচার

  লেখক-সমর

  রাহুলের সেঞ্চুরি আর কুলদীপের ফাইভ-ফার,
  পারফেক্ট ভাবেই হলো শুরু ইন্ডিয়ার ইংল্যান্ড অভিসার।
  এই ছোট্ট ম্যাচ বহন করবেনা জানি সিরিজ সমাপ্তি,
  তবু এতে বুঝলো ইংল্যান্ড, ইন্ডিয়াই বিশ্বক্রিকেটের আসল প্রতিপত্তি।

  ফুটবল দামামার মাঝেও শুনতে পাওয়া এমন নির্ঘন্ট,
  মনকে তাতিয়ে তোলে, হয়ে ওঠে মন জীবন্ত।
  অ্যারোন ফিঞ্চের বিশ্ব রেকর্ড আর রাহুলের সেঞ্চুরি,
  ফুটবল থেকে ক্রিকেটে করানো গেলো সবার মনকে চুরি।