• argha_deb 6w

  চরিত্ররা বদলে যায় সময়ে
  গল্পগুলো ছন্নছাড়াই থাকে,
  তুমি না হয় নতুন কাউকে খুঁজো
  প্রাক্তন থাক bookshelf এর তাকে ,

  জমুক ধুলো বারুক বয়স
  গভীরতাটা তলিয়ে যাক আরও ,
  December এ হঠাত বৃষ্টি হলে
  দ্বিতীয় প্রেমেও ভালোবাসতে পারো।

  - চিলেকোঠা

  ©argha_deb