• surojit 46w

  #পুরোনো স্মৃতি#

  গিয়েছে ভুলে ছিল যত ধুলো ভরা মলিনতা
  কেটেছে বৃষ্টির বেগ , পাছে যত মিথ্যা দোষ,
  কল্পনাও ভেঙেছে ঘুম, পাশে ছিল যখন দিন,
  রাত্রি দের আবদার ভারী , থাকে বসে দিবস
  ভোলানো আমার কাছে টেনে নিতে গল্পের সারি,
  ফাঁকা ঘর গুনছে প্রহর, লাশেরা সারি সারি।।,

  ©surojit