• gourabsanyal 22w

  বংশ-কাহিনী

  কোনো এক মাননীয় বন্ধুবর তাহার মুখবই এর স্থিতাবস্থা প্রদর্শনের স্থানে সযত্নে একটি প্রশ্ন করিয়া ছিলেন। প্রশ্নটি হইল...
  " বিয়ের ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের বয়স বেশি না হয়ে কম হওয়াটার পিছনে যুক্তিগুলি ঠিক কি? কি?"
  ঠিক কি পরিস্থিতির সম্মুখীন হইয়া তাহার মস্তিষ্কে এই অভুতপূর্ব প্রশ্নের উদ্রেক হইল তাহা জানিতে ইচ্ছুক হইলেও পাল্টা প্রশ্ন করিবার ধৃষ্টতা আমার স্বভাব বিরুদ্ধ। কিন্তু প্রশ্নটি দেখিবামাত্রই যৎপরোনাস্তি বিচলিত হইয়া পড়িয়াছিলাম। অবশেষে খানকতক তাম্বাকু দন্ড নিঃশেষিত করিয়া, নিজ মস্তিষ্ক কুঁদিয়া কুঁদিয়া একখানি যুক্তিগ্রাহ্য উত্তর প্রস্তুত করিতে আপাত সমর্থ হইলাম। উত্তরখানি নিন্মরুপ......

  " বাঁশের ঝাড় পছন্দ করিতে হইলে, কচি বাঁশই অপেক্ষাকৃত সহনশীল এবং অধিকতর গ্রহণযোগ্য বলিয়াই মনে হয়। "

  উপরিউক্ত উত্তরটির গুনমান আমার চিন্তাশীল বন্ধু বর্গের ওপর ন্যস্ত করিয়া পুনরায় আরো একখানি তাম্বাকু দন্ড প্রজ্জ্বলন করিলাম।

  #গৌরব।