• sudipti 34w

  আজ অংশত আকাশ মেঘলা
  স্মৃতিগুলো ফিকে হয়ে আসে,
  তারা নেভা চিঠির খামে
  বুক ভরে দীর্ঘশ্বাসে।
  জোনাকিরা কবে যেন জ্বলেছিল
  দিয়েছিল বুক ভরে আলো,
  কোনো এক তারাখসা রাতে
  চুপিচুপি বেসেছিল ভালো।
  ©sudipti