• fossillianrakesh 30w

    হারানো প্রেম

    মনে পড়ে আজ সেই ছেলেটার কথা,যার ডায়রির শেষ পাতায় শুধু তোমার নাম‌-ই লেখা থাকতো হাজার কাটাকুটির মাঝেও,তোমার জন্য সেই ছেলেটি বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতো যে,শুধু তোমাকে একবার দেখবে বলে,আজ তুমি তো আর খোঁজ রাখোনি তার,বড্ড ভালোবাসতো গো সে তোমায়,আজ শুধু তোমার কথা ভেবেই দিন কেটে যায় তার,ঘর ভর্তি গাঁজার ধোঁয়া আর পড়ে থাকা ছাঁই-এর মধ্যেই সে আজ বসবাস করে,এখন বড়ই নষ্টালজিক হয়ে উঠেছে সে,শুধু ভুলে থাকার অভিনয় করে সে,জোকার সেজে লুকিয়ে রাখতে শিখেছে সব মনের যন্ত্রণা,হাসি মুখে পাগলের মতো ঘুরে বেড়ায় সে,মাথার বালিশ আর ডায়রির পাতা ছাড়া,তার যন্ত্রণা আর কেউ জানে না,আজ তুমি যেখানেই থাকো,খুব ভালো থেকো.....................

    ©বিদ্রোহী রাকেশ