• rima_nath 23w

  হয়তো তোকে ভালোবাসিনি
  তাই তো আজ ঘুম হীন রাত গুলো এত আপন
  হয়তো তোকে ভালোবাসিনি
  তাই তো বৃষ্টির শব্দ শুনেছি চিলেকোঠার ঘরে
  হয়তো তোকে ভালোবাসিনি
  তাই তো তোকে বন্দী করেছি আমার লেখনী তে
  হয়তো তোকে ভালোবাসিনি
  তাই তো বার বার ফিরে আসতে চেয়েছি তোর জীবনে
  হয়তো তোকে ভালোবাসিনি
  তাই তো খুব যত্নে আগলে রেখেছি সেই ভাঙা হৃদয় টা কে
  হয়তো তোকে ভালোবাসিনি
  তাই তো কিছু ব্যথা কে ভীষন আপন করেছি নিজের মনে।
  ©rima_nath