• the_dreamcatcher 49w

    চুপরাতের গল্পগুলোয় লেগে থাকে,
    তোর আঙুলছোঁয়ার দুষ্টুমি।
    ঠোঁটের রঙের ইতিহাস ;
    শেষ হয় আদরমাখা জীবাশ্মে।