• pratsh 31w

  নতুন গন্ধ এসে লাগুক পুরোনো পারফিউমের বোতলে
  নতুন করে ভাতের গন্ধ আসুক পুরোনো আলুসিদ্ধ আর নুনের সাথে
  পুরোনো আঙুলে চকচক করুক নতুন নেলপালিশ
  নতুন জামার আড়াল থেকে ভেসে আসুক পুরোনো মানুষটার গন্ধ
  আজ নতুন সন্দেশ খাওয়া হোক পুরোনো ওষুধগুলোর সাথে

  আজ নতুন দুঃখ এসে ভেঙে দিক মন
  পুরোনো সুখগুলো হাসি ফোটাক মুখে
  নতুন আনন্দ এসে কড়া নাড়ুক পুরোনো বিষাদের দরজায়


  আরও একবার নতুন করে পথ চলা শুরু হোক পুরোনোটাকে সঙ্গী করে

  শুভ একলা থুড়ি পয়লা বৈশাখ


  - Pratyasha