• bongwriter04 32w

  ভালোবাসা

  তাদের দুজনের মধ্যে কোন গল্প ছিলনা..।
  -মেয়েটি যখন রাত জেগে পরীক্ষার প্রস্তুতি
  নিচ্ছে, ছেলেটি তখন ব্যালকনিতে দাড়িয়ে সিগারেট টানায় ব্যাস্ত।।

  -একজনের পছন্দ ঠান্ডা চা, আরেক জনের ধোঁয়া ওঠা গরম কফি।।

  -আকাশে মেঘ জমলে একজন বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নেয়, আরেকজন ঘুমানোর।

  মেয়েটি অভিমানী, কিন্তু ছেলেটি রাগ ভাঙাতে জানেনা।

  -তবুও তাদের মধ্যে গল্প হয়, ভালবাসার গল্প। একজনের অমিল নিয়ে আরেকজনকে খোঁচা দেওয়ার গল্প। লাল লিপস্টিক আর নীল চুড়ির গল্প..।। ❤️
  ©Rakesh Mondal