• h44890 36w

    তোর মন খারাপ এর দেশে নিয়ে যাবি আমাকে?
    খুব ইচ্ছা করে রে তোর মনখারাপের কালমেঘ গুলোকে সরিয়ে দিতে ,যাতে তোর ওই চাঁদের মতন মুখটা ভরে যায় জ্যোৎস্না তে
    খুব ইচ্ছা করে জানিস তোর সমস্ত দুঃখ কষ্ট তোর সমস্ত চোখ এর জল নিজের মধ্যে করি বন্ধী ।
    যাতে তারা ওই সদ্য প্রস্ফুটিত ফুল এর মতন কোমল মন টাকে আঘাত না দিতে পারে ।শুধু বিনিময়ে একটা জিনিস দিস তোর ওই হাসিটা যে হাসিটা সূর্যের প্রথম কিরণ এর মতন কোমল যে হাসিটা ভগবান এর সবচেয়ে সুন্দর সৃষ্টি গুলোর মধ্যে একটি ওই হাসিটা তোর মুখে দেখতে চাই প্রতিটা মুহূর্তে
    ©HG