মা বাবা হলো আমাদের জীবনের দুটি গুরুত্বপূর্ণ মানুষ।যারা তাদের জীবনের অনেক কিছু ত্যাগ করে ভালোবাসা দিয়ে আমাদের বড় করেছেন।
আমরা কি তাদের এই ভালোবাসাটার দাম কখনো দিতে পেরেছি কি?? নাকি কখনো নিজের স্বার্থটা ত্যাগ করে ওদের ভালো খারাপটা ভেবেছি? না আমাদের মধ্যে অনেকেই করেনি...বা কেউ করেনি।
তাদের যখন বয়স হয় তখন তারা একটা ছোট শিশুর মতো হয়ে যায়। তারা তখন চায় আমরা তাদের সময় দিই, তাদের কথা মন দিয়ে শুনি।কিন্তু আমরা তাদের এই আশাটা রাখতে পারি না,রাখতে পারি না বললে ভুল হবে রাখার চেষ্টা করি না....যে যার যার জীবন নিয়ে ব্যস্ত মা বাবার সাথে কথা বলার সময় নাই।
এমন একদিন সময় আসবে যেদিন সাফল্য থাকবে... কিন্তু মা বাবা আর থাকবে না। জীবনের সে পর্যায়ে গিয়ে মা বাবাকে চাইলে আর পাওয়া যায় না।
-
rimichy 6w