• sussmita 24w

  আসল এবং মিথ্যা

  আমরা যাকে মনে করে শুধুই কষ্ট পাই,কাঁদি সে কি সত্যি আমাদের ভালোবাসা? না,ভালোবাসা সেখানে,যাকে মনে করে আমরা শুধুই হাসি,মনে একটা অদ্ভুত শান্তি পাই,যার কথা মনে পড়লে আমরা খিলখিল করে হাসি। তাবলে কি ভালোবাসায়ে হাসি কান্না নেই? আছে,হাসি ও আছে কান্নাও আছে।
  কিন্তু ভালোবাসায় কান্না মানে কষ্ট পাওয়া নয়। সেই কান্নাটা বৃথা যাওয়া নয় বা এমন কান্না বা কষ্ট পাওয়া নয় যেটা অর্থহীন।
  ভালোবাসায় কান্না মানে,যেখানে একজন কাঁদলে অপরজন সেই কান্নার মূল্য দেয় এবং তার কান্নাটাকে বোঝে।
  সব কান্না কষ্ট নয় কিন্তু সব কষ্টই কান্না।
  যার জন্য আমরা কাঁদছি সেই যখন আমাদের কান্না বোঝেনা তার জন্য কেঁদে কি কষ্ট কমবে?কমবেনা,উল্টে এটা ভেবে আরও কষ্ট হবে যে সে আমার কান্না টা কে বোঝেনা।
  তাই নিজের জীবনে এরকম ভালোবাসা কে স্থান দিওনা।
  এমন ভালোবাসাকে স্থান দাও যেখানে কান্নাটা কষ্টের নয় , শান্তির।
  ©sussmita