• mrupanjana 5w

  ঠাকুমা
  (জানিনা- 4.11.2010)


  তুমি চলে যাওয়ার পর,
  কবিতাগুলো আর আসে না।
  অনেক দিন পর আজ একটা লিখছি,
  কি করে বলব তোমায় খুব ভালবাসি
  সেটা বরং ভাবছি।

  বানাতে কালো জিড়ে দিয়ে মাছেরঝোল,
  শীতকালে আঁচাড় বাঁধাকপি আর বিজয়াতে নিমকি।
  তোমার হাতের সেইসবগুলো এতকটা বছর
  না খেতে পেরে ভাল থাকতে
  পারলাম কি?
  আজকাল পুজোর সকাল, শীতের দুপুর
  অন্যরকম ।
  নিজের লোক কমেছে এটা ভাবলে যেরকম
  মনে হয়, সৈইরকম।

  তোমার বকুনি ছাড়া গাছের আম মিষ্টি না।
  মুড়ি ভাজতে বর্গী মীরা আর আসছে না।
  শিউলি গাছটা মুড়ো হয়েছে,
  নারকেল গাছটা বুড়ো হয়েছে
  আর আমার ছোটোবেলাটা হট্ করে যেন শেষ
  হয়েছে।

  তবে তুমি ছিলে এবং থাকবে।
  শীতের দুপুরের গল্পে, সন্ধ্যের রেডিওতে
  আর আমার গভীর রাতের হৃদয়ে।

  ঝিনুক