একটা মেয়েকে অবিরত সবকিছুর সাথে মানিয়ে গুছিয়ে চলতে হয়,সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুরবাড়ি।
সকলে তাকে মানিয়ে চলতে বলে।তার কোন স্বাধীনতা নেই নিজের হয়ে কিছু বলার বা নিজের মতো কিছু করার।
এই আধুনিক যুগেও অনেক মেয়েই পরাধীনের মতো বাস করছে......তাকে কেউ বুঝে না সেও কাউকে কখনো বুঝাতে পারেনি।
আমরা মেয়েরা মনে হয় কখনো নিজেদের মতো করে নিজেদের গুছিয়ে নিতে পারব না......হয়তো হবে না কোনদিন....
-
rimichy 5w