• samiransaha 22w

  যদি তুমি প্রশ্ন কর-ভালোবাসো?
  আমি বারংবার উত্তর দেব-'না'।
  কিন্তু তোমায় প্রতি মুহুর্তে ,
  প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসে ভালোবাসব।
  সকাল থেকে রাত,
  বছরের পর বছর,
  তোমার প্রতিটি প্রয়োজনে,
  আমি এগিয়ে এসে দাঁড়াব সব আগে।
  তোমার মন্দ লাগা জিনিস আমি বর্জন করব,
  তোমার ভালো লাগা গ্রহন।
  তোমার কথা ভেবে ডাইরীতে লিখে যাব,
  পৃষ্ঠার পর পৃষ্ঠা কবিতা।
  তুমি যদি জিজ্ঞেস কর-ভালোবাসো?
  আমি উত্তর দেব -না!
  আমায় উপলব্ধি করো,
  আমায় অনুভব করো,
  তারপর প্রশ্নের বদলে,
  নিজের মন উজাড় করে
  যদি বল-ভালোবাসি তোমায়,
  আমি বলব-ভালোবাসি ভালোবাসি।
  ©samiransaha