• subalmondal 37w

  একপশলা বৃষ্টি...

  ওই তোর মনে পড়ে,
  সেদিন এমনই এক বাদলার দিনে দুজনে দাঁড়িয়েছিলাম-
  রাস্তার ধারের সেই ঝাঁপফেলা চায়ের দোকানে..
  স্কুটিটা পড়ে ছিল পাশেই।
  নির্জন দুপুরে শুধু তুই আর আমি।
  দুষ্টু বৃষ্টিও ক্ষনে ক্ষনে তোর মুখশ্রীকে সিক্ত করার লোভ সামলাতে পারছিল না।
  হাওয়ারাও অছিলায় তোর খোলাচুল ছুঁয়ে যাচ্ছিল বারবার।
  পাশাপাশি বসেছিলাম আমরা,
  আমি আমাদের মাঝের দূরত্ব মাপছিলাম,
  মনের দূরত্ব!
  তোর উষ্ণ নিশ্বাসও তখন যেন কিছু বলতে চাইছিল আমায়।
  আচমকা এক দমকা হাওয়া এল, চোখ বুঝলাম দুজনে,
  তখন আমি মনে মনে ধন্যবাদ জানাচ্ছি মেঘরাজকে...
  হঠাৎ তুই ‌বলে উঠলি-
  "দেখিস এই বৃষ্টিই তোকে আবার আমার কাছে আনবে... "

  তারপর না জানি আকাশে কতবার মেঘ করল, কত বৃষ্টি ঝড়ে গেল..
  কিন্তু কই তুই তো আর আমার কাছে এলি না...
  ®