• rimichy 5w

    মাতৃত্বের অনুভূতিটা সকল অনুভূতির থেকে আলাদা। ১০ মাস একটি প্রাণ তিলে তিলে বড় হওয়া। তাকে নিজের চোখে দেখার আর কোলে নেওয়ার দিন গুনে প্রত্যেকটা মেয়ে।
    সে যেদিন নিজের অংশকে কোলে নেই তখন তার ১০ মাসের সকল কষ্ট সাথে সাথে দূর হয়ে যায়।